আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাই — নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ

সোমবার (১৩ সেপ্টেম্বর) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেছেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা উন্নয়নে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারব। সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে তিনি একথা বলেন।
ইউএনও রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভার শুরুতেই তিনি অত্র কমিটির সকল সদস্যদের সাথে পরিচিত এবং শুভেচ্ছা মিনিময় করেন। এরপর আলোচনা সভাতে মাদক, বাল্যবিবাহ আত্মহত্যা প্রতিরোধ, শহরে যানজট নিরসন, মাংশ বিক্রেতাদের তদারকি ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়াও নানা সমস্যাদি উত্তরনসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, বিএনপি নেতা মূর্মিদাজামান বেল্টু, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাংবাদিক জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন থন্দকার ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকতার্, বীর মুক্তিযোদ্ধাসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।