বগুড়ায় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়দানকারী ভূয়া ব্যারিস্টার গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি শামীম রহমান (৩৩) বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার পুত্র।
মামলার বাদী হারুন-উর-রশিদ জানান, কিছুদিন আগে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বরে এক ব্যক্তির সঙ্গে ইমরান হোসেন ও গোলাম রব্বানীর পরিচয় হয়। আলাপচারিতার একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে ব্যারিস্টার শামীম রহমান পরিচয়ে তারেক রহমানের চাচাতো ভাই দাবি করে এবং ঢাকায় অবস্থান করেন বলে জানায়। সে নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ বলে দাবি করে দলের পদ-পদবী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাক্ষীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করে।
পরবর্তীতে ২২ জুন বিকালে ওই মোবাইল নম্বর থেকে কল করে সাক্ষীদ্বয়কে বগুড়ার মম-ইন কফি শপের সামনে দেখা করতে বলা হয়। সেখানেই কথোপকথনের একপর্যায়ে শামীম রহমান, ইমরান হোসেনের কাছে যুবদলের কেন্দ্রীয় পদ দেওয়ার জন্য দুই লক্ষ টাকা এবং গোলাম রব্বানীর কাছে জেলা পদ দেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করে। ওই সময় তারা দু’জন তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।
এরপর কথামতো কাজ না হওয়ায় সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন কোনো চাচাতো ভাই নেই এবং ওই মোবাইল নম্বরধারী ব্যক্তি বিভিন্ন জেলায় একই কায়দায় দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে অর্থ আদায়ের চেষ্টা করে আসছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় প্রতারণা ও ভুয়া পরিচয় প্রদানের অভিযোগে ০৩ জুলাই একটি মামলা (নং-০৯, ধারা- ৪১৯/৪২০) দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল সিম, দুটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং নিজের নামে ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে নিজেকে ভূয়া ব্যারিস্টার পরিচয় দিয়ে রাজনৈতিক পদ-পদবী ও প্রশাসনিক পোস্টিং দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।