দেব-শুভশ্রীর সম্পর্ক নিয়ে সরগরম টলিউড

কলকাতার টালিপাড়ায় আবারও চর্চায় ফিরেছে দেব-শুভশ্রীর পুরনো প্রেমকাহিনি। দীর্ঘ এক দশক আগে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ সিনেমাকে ঘিরে এই জুটিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিনোদন প্রতিবেদক: কলকাতার টালিপাড়ায় আবারও চর্চায় ফিরেছে দেব-শুভশ্রীর পুরনো প্রেমকাহিনি। দীর্ঘ এক দশক আগে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ সিনেমাকে ঘিরে এই জুটিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবির সেট থেকেই শুরু হয়েছিল দেব ও শুভশ্রীর প্রেম। সে সময় প্রকাশ্যে দুজনই নিজেদের কেবল ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিতেন। কিন্তু টলিপাড়ায় তাদের সম্পর্ক ছিল সবার কাছে ‘ওপেন সিক্রেট’।
পর্দায় টানা কয়েকটি হিট সিনেমা— পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু, রোমিও—দুজনকে দর্শকের কাছে জনপ্রিয় জুটিতে পরিণত করে। তবে সম্পর্কের বাস্তব কাহিনি সিনেমার মতো সুখের সমাপ্তি পায়নি। পারিবারিকভাবে বিয়ের পরিকল্পনা পর্যন্ত গিয়েছিল এই জুটি। কিন্তু শেষমেশ ভাঙন ধরল তাদের সম্পর্কে।
শিল্পী মহলে শোনা যায়, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবের ঘনিষ্ঠতাই ছিল বিচ্ছেদের অন্যতম কারণ। অন্যদিকে আরেকটি সূত্র জানায়, শুভশ্রী সম্পর্ককে বিয়েতে রূপ দিতে চাইছিলেন, কিন্তু ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় দেব সে সময় রাজি হননি। এ নিয়েই ঝগড়া-অশান্তি শুরু হয়ে ভাঙনের পথ তৈরি হয়।
ব্রেকআপের পর রুক্মিণী দেবের জীবনে স্থায়ী জায়গা করে নেন। অন্যদিকে শুভশ্রী সাময়িকভাবে বড়পর্দা থেকে সরে দাঁড়ান। চার বছর পর তিনি আবার অভিনয়ে ফেরেন। বর্তমানে তিনি নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন, দুই সন্তানের মা হয়েছেন।
অতীত নিয়ে আর কোনো আক্ষেপ নেই বলেই জানান তিনি। অন্যদিকে দেব ও রুক্মিণীর প্রেম এখনো অটুট। তবে টলিপাড়ায় প্রশ্ন একটাই—এবার কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা?