মঞ্চ ‘৭১-এর অনুষ্ঠান পণ্ড: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে প্রতিবাদ জানান। তারা আয়োজকদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগ তোলেন। একপর্যায়ে তারা অনুষ্ঠান পণ্ড করে দিয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামালসহ ১০–১২ জনকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’-এর এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে।
সকাল ১১টার দিকে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। আয়োজক সূত্রে জানা যায়, এতে প্রধান অতিথি হিসেবে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করার কথা ছিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার। তবে কেউই অনুষ্ঠানে উপস্থিত হননি।
এ সময় ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে প্রতিবাদ জানান। তারা আয়োজকদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগ তোলেন। একপর্যায়ে তারা অনুষ্ঠান পণ্ড করে দিয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামালসহ ১০–১২ জনকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা করতে বসেছিলাম। কিন্তু ২০–২৫ জন এসে হট্টগোল করে অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়। যদিও কারও গায়ে হাত তোলা হয়নি।”
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। এটি পরিচালনা করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও আইনজীবী জেড আই খান পান্না।