কুমিল্লায় ডাবল মার্ডারের আসামি কবিরাজ মোবারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নগরীতে মা–মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে বাগিচাগাঁও কাজি বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযান চালিয়ে মোবারকের বাসা থেকে চোরাইকৃত চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, চার্জার এবং কমলা রঙের একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী এবং নিহত সুমাইয়া আফরিন রিনথির সহপাঠীরা আসামির ফাঁসির দাবিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
জেলা পুলিশ সুপার নাজির আহমেদ জানান, তথ্য–প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে খুব অল্প সময়েই মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, কবিরাজ মোবারক প্রায় এক মাস ধরে নিহত সুমাইয়া আফরিন রিনথির বাসায় যাতায়াত করছিলেন। সোমবার সকালে তিনি বাসায় গিয়ে ঝাড়ফুঁক করার আড়ালে প্রথমে মা তাহমিনা বেগম ফাতেমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
পরে রিনথিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলা চেপে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর তিনি চুরি করা মোবাইল ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড ও রিমান্ড আবেদন করা হবে।