১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রাষ্ট্রপতির আদেশক্রমে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ১৫ আগস্টের ছুটির বিষয়ে আলোচনা করে সন্ধ্যায় সিদ্ধান্ত জানাতে চেয়েছিলেন।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি ১৫ আগস্টের মধ্যে সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দেয় সংগঠনটি। বিবৃতিতে আওয়ামীলীগ সরকার দুঃশাসন ছাড়া দেশকে কিছুিই দেয়নি বলে দাবী করা হয়।