বগুড়ায় প্রাথমিক সহকারী শিক্ষকদের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

সেলিম সরকার, বগুড়া: বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২ আগস্ট) বগুড়ায় জিলা স্কুলের অভ্যন্তরে মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৩০ আগস্ট ঢাকায় শিক্ষক ঐক্য পরিষদের তিন দফা দাবী সফল করার লক্ষে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষক নেতৃবৃন্দ এ সম্মেলনে অংশ নেন।
শনিবার দুপুর ২টায় সম্মেলন শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষকদের ৬টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির সভাপতি রাসেল কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ৬ জন আহ্বায়ক যথাক্রমে মো. শাহিনুর আলামিন, মোছা. শাহিনুর আকতার, মো. আনিছুর রহমান, তপন কুমার মন্ডল, মোছা. সাবেরা বেগম, অজিত পাল, নুর আলম ও মো. জহিরুল ইসলাম।
নেতৃবৃন্দ প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনের দাবীতে আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সমাবেশের শুরুতে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার মহাসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঢাকায় যাওয়ার জন্য আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, আন্দোলনের মাধ্যমেই ১৮তম গ্রেড থেকে প্রাথমিক সহকারী শিক্ষকগণ আজ ১৩তম গ্রেডে। গঠনমূলক আন্দোলন ছাড়া শিক্ষকদের ন্যায্য দাবী আদায় করা সম্ভব না। এজন্য আগামী ৩০ আগস্ট এর মহাসামাবেশ সফল করতে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম সারওয়ার, শিরিন সুলতানা, ফেরদৌসী আক্তার, হুসাইন আহমেদ, শামছুদ্দিন আহমেদ, মাসুদ রানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি তাজমিলুর রহমান, তারিকুল ইসলাম, রংপুর বিভাগের প্রতিনিধি আজিজার রহমান মিল্টন, জয়পুরহাট জেলার শিক্ষক নেতা জাকির হোসেন ও শিক্ষিকা মুক্তা খাতুন, বগুড়া জেলার শিক্ষক প্রতিনিধি আহসান কবির জিতু প্রমুখ।