তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য এটি সিরিজে টিকে থাকার লড়াই। আজকের ম্যাচে হারলে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের।
৮ অক্টোবর অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করে মাত্র ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে আফগানরা ১৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় এবং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে ধরে রাখতে পারেনি মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
আজকের ম্যাচে বাংলাদেশ ব্যাক ফুটে থাকলেও সিরিজে ফেরার প্রত্যয়ে মাঠে নেমেছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।