বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ২০২৫ পালিত

মহিবউল্লাহ কিরন, বরগুনা
“সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে
বরগুনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
দক্ষিনের বঙ্গোপসাগর উপকূলবর্তী বরগুনায় সাইক্লোন, ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বরগুনা জেলার মানুষকে জীবন ও সম্পদ ক্ষতি কমিয়ে আনা, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ পরবর্তী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে
সোমবার ১৩ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়।
পরে বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, বরগুনা রেড ক্রিসেন্ট সদস্য সচিব গোলাম হায়দার নীলু,জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বেসরকারী উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রোগ্রাম পরিচালক গোলাম মোস্তফা।
জেলা প্রশাসক মো: শফিউল আলম বলেন আগাম পূর্বাভাস ও প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে। তবে দুর্যোগের ধরন ও প্রকৃতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে। ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে মহড়া করেন বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এবং জাগোনারী বাস্তবায়িত এসিটি-২প্রকল্পের সহযোগিতায় বিষখালী ও বুড়িশ্বর ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকা ‘দুর্যোগ সহনশীল গ্রাম ও শহর’ মঞ্চস্থ হয়। নাটিকায় দুর্যোগপূর্বপ্রস্তুতি, দ্রুত সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও সহনশীল স¤প্রদায় গঠনের বার্তা তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।