কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নে জামায়েত ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত।

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
মঙ্গলবার(১৪ অক্টোবর) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮ নং মালিয়াট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেথুলী ত্রিমহনী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মালিয়াট ইউনিয়নে সংগ্রামী আমির জনাব, আহসান হাবীবের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারলে শুল্ক বিহীন গাড়ি, সরকারি ফ্ল্যাট, সুবিধা নিবে না, দূর্নীতিে জিরো টলারেন্স, মেধার ভিত্তিতে চাকরি হবে, কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান। তিনি কর্মীদের আদর্শ, নৈতিকতা ও দ্বীনী দায়িত্ববোধ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক যুবকদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভূমিকা এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মেহেদী হাসান, কর্মী সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে আগামীর আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার শপথ নেন।