FAO-তে গ্লোবাল অ্যালায়েন্স অফিস উদ্বোধন করলেন লুলা-ড.ইউনূস-ড. কিউ

১৩ অক্টোবর রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তরে গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পিভার্টির নতুন অফিস উদ্বোধন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিল্ভা, FAO মহাপরিচালক ড. কিউ ডংইউ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিন নেতা একসঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন অফিস স্পেসের দ্বার উন্মোচন করেন।
এই জোটের সহ-প্রতিষ্ঠাতা ব্রাজিল ও বাংলাদেশ। প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলা এই অ্যালায়েন্সের প্রথম ভিশন প্রস্তাব করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
বিশ্বব্যাপী ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং গাজা ও সুদানে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকট—এই প্রেক্ষাপটে নেতারা যৌথ পদক্ষেপের জরুরিতা তুলে ধরেন। প্রফেসর ইউনূস বলেন, “আসুন ক্ষুধার্তের বিরুদ্ধে লড়াই করতে এবং দারিদ্র্য মোকাবিলায় একসাথে কাজ করি”।
রাষ্ট্রপতি লুলা ও ড. কিউ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে নতুন অংশীদারিত্বের গুরুত্ব এবং খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং ব্রাজিলের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন।
এই উদ্বোধন বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যেখানে প্রফেসর ইউনূস একটি গুরুত্বপূর্ণ কীনোট ভাষণও প্রদান করেন।