রাকসু নির্বাচনের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

মোমিন ওয়াহিদ হিরো: রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নিয়ে প্রশাসনের টালবাহানার প্রতিবাদে এবং রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নের ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এরপর মিছিল নিয়ে প্রশাসন ভবন-১ এর সামনে অবস্থান করেন তারা।
শিক্ষার্থীরা জানান, বর্তমান সপ্রশাসন রাকসু নিয়ে টালবাহানা শুরু করেছে। রাকসুর রোডম্যাপ ঘোষণা করলেও ৫ মাসে তফসিল ঘোষণা করতে পারেনি, রাকসু শিক্ষার্থীদের অধিকার। সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করে এই প্রশাসন দায়িত্ব পালন করছে।
প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুশিয়ারী দেন তারা। দীর্ঘ ৩৫ বছর থেকে অকার্যকর হয়ে আছে রাকসু। শিক্ষার্থীরা আরোও বলেন তাদের দাবী না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে যাবেন।