শেরপুর ও ধুনটে নতুন ইউএনও

রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক খানকে বগুড়া জেলার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে। আর ধুনট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে খৃষ্টফার হিমেল রিছিলকে।
সোমবার রাষ্ট্রপতির আদেশে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফয়সাল আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, খৃষ্টফার হিমেল রিছিল ময়মনহিংস জেলার বাসিন্দা এবং মো. আশিক খান পাবনা জেলার বাসিন্দা।