নাসিরনগরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন।

খ, ম, জায়েদ হোসেন, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার ১২ অক্টোবর সকালে উপজেলার নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তানজিল কবির ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন। এসময় মেডিকেল অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ শাখাওয়াত হোসেন,একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন,প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন,স্বাস্থ্য সহকারী শরীফুল ইসলাম, মোহাম্মদ আবদুর রহিমসহ শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এই কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে নাসিরনগরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লাখ ৪৩ হাজার ৩২৫ জন শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে এক ডোজ বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন জানান,উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।তিনি সকল অভিভাবককে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।