বগুড়ায় জামায়াত কর্মী মিজান হত্যায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা
ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় জামায়াত কর্মী মিজানুর রহমান হত্যার অভিযোগে ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত মিজানুরের বন্ধু মোছাদ্দিকুর রহমান। মামলায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৪৩ জনকে আসামী করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
২০১৩ সালের ৩১ জানুয়ারি, পৌনে ১ টার সময় বগুড়া শহরতলীর সাবগ্রামে উপর্যুপরি ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে মারপিট করে হত্যা করা হয় জামায়াত কর্মী মিজানকে। নিহত মিজানুর রহমান কুমিল্লার তিতাস উপজেলার সরকারবাড়ী গ্রামের আবুল কালাম সরকারের ছেলে। তিনি বগুড়ায় একটি মুরগির হ্যাচারিতে কাজ করতেন। থাকতেন শহরতলীর সাবগ্রাম মাস্টার পাড়ায়। রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল, পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফী হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, জেলা যুবলীগ নেতা মাইসুল ইসলাম কোয়েল, ছাত্রলীগ নেতা মুকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা অসীম কুমার, ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল মিয়া ও সম্পদ পশারী।
সদর থানার ওসি এস.এম মঈনুদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।