জালালাবাদ থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৫ জন গ্রেপ্তার

সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩৩ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আজ রবিবার (১২ অক্টোবর, ২০২৫) বিকাল ৪টা ৪০ মিনিটে জালালাবাদ থানাধীন কুমারগাঁও আবাসিক এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. মাহবুব হোসেন (২১), হৃদয় রায় (২৫), মো. আবুল হোসেন (২৬), মো. বুলবুল ইসলাম (১৮) এবং ফায়াজ হোসেন মারজান (১৮)। তাদের সবার বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানায়। তবে হৃদয় রায়ের ঠিকানা সিলেট কোতোয়ালি থানার নরসিংটিলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত বিদেশি মদ, সিএনজি অটোরিকশা (অনটেস্ট) এবং মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।