বগুড়া প্রতিনিধি: বগুড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে ৫০৮ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সোয়া তিনটার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে উল্লিখিত পরিমাণ ফেনসিডিলসহ তাদের গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
জানা যায়, প্রাইভেট কারের ভিতর পিছনে বিশেষভাবে রক্ষিত কাপড়ের ০২টি ট্রলি ব্যাগ এবং ০১টি ট্রাভেল ব্যাগের ভিতর ফেনসিডিলগুলো বিশেষভাবে সাজানো ছিল।
গ্রেফতারকৃতরা হলো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ঝেউর চড়ুইগাঁতি গ্রামের লুদু মিয়ার পুত্র রবিউল আলম (৩৯), কাসুয়া বেহারী পাড়ার শহিদ হোসেনের পুত্র শামিম হোসেন (২৮) ও ইয়াজ আলী মুন্সীর পুত্র আলিম উদ্দিন (৫০)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply