বগুড়ার ধুনটে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর উপর অভিমান করে আঁখি ইসলাম (২৩) নামের নব বিবাহিতা এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষে বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি উপজেলা সদরের অফিসার পাড়ার আলতাব হোসেনের মেয়ে। তিনি বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে একই উপজেলা বিশ^হরিগাছা গ্রামের রায়হান ইসলাম নামে এক যুবকের প্রেমের সম্পর্কের ভিত্তিতে গোপনে তারা বিয়ে করেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের এক পর্যায়ে প্রায় ছ’মাস আগে গোপনে তারা বিয়ে করেন। পরে এ বিয়ের বিষয়টি পরিবারের লোকজনের মাঝে জানাজানি হলে আঁখির মা-বাবা এই বিয়ে মেনে নেয়। কিন্তু রায়হানের পরিবার এ বিয়ে মেনে নিতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে আঁখি ও তার স্বামীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এক পর্যায়ে স্বামীর উপর অভিমান করে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজ শয়নকক্ষে বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আঁখির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।