বগুড়ার ভবানীপুরে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত আরএস রেকর্ড বাতিলের দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) থেকে রাব্বীর হাসান রাশেদ:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর মৌজায় জালিয়াতির মাধ্যমে ভূমিদস্যুদের নামে প্রস্তুতকৃত সরকারি খাস জমি ও পুকুরের অবৈধ আরএস খতিয়ান বাতিলের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার সকাল ১০টায় ভবানীপুর বাজারে আয়োজিত মানববন্ধনে কয়েকশ’ সাধারন মানুষ অংশ নেন।
জানা যায়, সম্প্রতি প্রকাশিত আর এস খতিয়ানে বেশ কিছু দাগের সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি ও পুকুর কতিপয় দুস্কৃতকারী জাল কাগজপত্রমূলে তাদের নিজ নামে নামে রেকর্ড করে নেয়। ভবানীপুর বাজার সংলগ্ন এসব সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা। এসব সম্পত্তির উপর স্থানীয় ভূমিহীনদের বসতবাড়ি, বাজার-ঘাটসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে যোগসাজস করে এসব জমির জাল কাগজপত্র তৈরি করে কতিপয় ভূমিদস্যু তাদের নিজ নামে আরএস রেকর্ড করে নেয়। তারা বলেন, জাল কাগজপত্রমূলে এসব জমি রেকর্ড করার বিষয়টি ইতোপূর্বে উপজেলা ভূমি অফিসকে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। মানববন্ধনে জাল জালিয়াতিমূলে প্রস্তুতকৃত আরএস রেকর্ড অবিলম্বে বাতিলের দাবী জানানো হয়।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোকলেছার রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার, মো. আব্দুল লতিফ, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, শ্রমিক নেতা মেহেদী হাসান মিন্টু, ছাত্রনেতা আল আমিন, স্থানীয় ব্যবসায়ী মো. নুরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, তাজুল ইসলাম তাজু, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।