বগুড়ায় শহীদ জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ
ওয়াহেদ ফকির, বগুড়া:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম ও কেএম খায়রুল বাশারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তারা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন।
বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কটুক্তি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের কটুক্তি করে, তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে।” তারা আরও বলেন, “বগুড়ায় ধানের শীষ ছাড়া অন্য কিছু চলবে না। দেশে একটি গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তারা সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার চায় না। বিএনপি’র আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।”
বক্তারা আগামী ফেব্রুয়ারির মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করে, তাহলে তাদের পরিণতি ভয়াবহ হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মোরশেদ মিলটন, আব্দুল মহিত তালুকদার, অ্যাড. আব্দুল বাসেত, ফরিদুর রহমান ফরিদ, অ্যাড. নুরে আজম বাবু, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাজা, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম মিন্টু, অ্যাড. নাজমুল হুদা পপন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, আলাউদ্দিন সরকার, জিয়াউল হক লিপন, হুমায়ুন কবির গেদা, সাইদুজ্জামান সাকিল, তোফাজ্জাল হোসেন আজাদ, আজিজুর রহমান বিদ্যুৎ, আলেকজান্ডার, সুরাইয়া জেরিন রনি, নিহার সুলতানা তিথি, হুমায়ুন কবির, মশিউর রহমান শামীম, রুস্তম আলী, সৈয়দ জহুরুল আলম, নাজমা আকতার, আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম রনি সাইফুল ইসলাম, ডা. ইউনুছ আলী, মিজানুর রহমান মিজান, এনামুল হক সুমন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শাহাদত হোসেন সনি, মাহফুজুল হক টিটন, সারোয়ার হোসেন, ময়নূল হক বকুল, সেলিম আল মামুন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।