বগুড়ায় ৫৭৭ বস্তা চালসহ ট্রাক জব্দ, তিনজন গ্রেপ্তার

চুক্তি অনুযায়ী ট্রাকচালক মোঃ আব্দুর রশিদ (৫২) ও হেলপার মোঃ সোহেল রানা (৩১) চাল বোঝাই করে ২০ আগস্ট রাতে রওনা দেন। তবে নির্ধারিত স্থানে চাল পৌঁছে না দিয়ে তারা চাল আত্মসাৎ করে বগুড়ায় আত্মগোপন করেন। এ ঘটনায় দিনাজপুর সদর থানায় চাল আত্মসাতের মামলা করেন তিনি। মামলার পর দিনাজপুর পুলিশের দেয়া তথ্যানুযায়ী তদন্ত শুরু করে বগুড়া ডিবি পুলিশ।
ওয়াহেদ ফকির, বগুড়া: দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো ৫৭৭ বস্তা চাল আত্মসাৎ করার অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি ট্রাক ও আত্মসাৎকৃত চাল জব্দ করা হয়।
গত শুক্রবার (২২ আগস্ট) দিনাজপুর সদর থানায় দেলোয়ার হোসেন নামে এক পরিবহন ব্যবসায়ী মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, তিনি ট্রান্সপোর্ট ব্যবসার মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করেন। এর অংশ হিসেবে গত ১৯ আগস্ট হিলি এলাকা থেকে ৫৭৭ বস্তা চাল ঢাকার আশুলিয়া এলাকার রুবেল এন্টারপ্রাইজে পৌঁছে দেওয়ার জন্য একটি ট্রাক ভাড়া দেন।
চুক্তি অনুযায়ী ট্রাকচালক মোঃ আব্দুর রশিদ (৫২) ও হেলপার মোঃ সোহেল রানা (৩১) চাল বোঝাই করে ২০ আগস্ট রাতে রওনা দেন। তবে নির্ধারিত স্থানে চাল পৌঁছে না দিয়ে তারা চাল আত্মসাৎ করে বগুড়ায় আত্মগোপন করেন। এ ঘটনায় দিনাজপুর সদর থানায় চাল আত্মসাতের মামলা করেন তিনি। মামলার পর দিনাজপুর পুলিশের দেয়া তথ্যানুযায়ী তদন্ত শুরু করে বগুড়া ডিবি পুলিশ।
তদন্তের এক পর্যায়ে শুক্রবার রাতেই সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় অভিযান চালিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম সোনারপাড়া গ্রামের হারেজ ড্রাইভারের পুত্র আব্দুর রশিদ (৫২), কৈগাড়ী গ্রামের শাহজাহান আলীর পুত্র সোহেল রানা (৩১) এবং শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের হবিবর কসাইয়ের পুত্র মোঃ রঞ্জু (৩১) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৭৭ বস্তা চাল (বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা) ও একটি ট্রাক উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে পরিবহন চুক্তি নিয়ে মালামাল আত্মসাৎ করে আসছিল। এদের মধ্যে আসামি রঞ্জুর বিরুদ্ধে পূর্বে ছয়টি, আব্দুর রশিদের বিরুদ্ধে একটি এবং সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।