মিরপুরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুর এলাকার রূপনগর শিয়ালবাড়ি নামক স্থানে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন লাগা কেমিকেল গোডাউনটির নাম ‘কসমিক ফার্মা’ বলে নিশ্চিত করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের লক্ষ্যে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট বর্তমানে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আগুন নেভানোর কার্যক্রমে যোগ দিতে অতিরিক্ত আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া, পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেই হিসাবও এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন।