নৌবাহিনীতে নাবিক ভর্তির নামে প্রতারণা: খুলনা থেকে ২ সদস্য আটক

বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক এবং এমওডিসি(নৌ) পদে নিয়োগ কার্যক্রম চলাকালে খুলনায় একটি প্রতারকচক্র সক্রিয়ভাবে চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৫ অক্টোবর ২০২৫) খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা এই চক্রের দুই সদস্য, আশিকুর রহমান ও মোঃ বশির উদ্দিনকে আটক করে।
অভিযানকালে হোটেল সোসাইটির ২০ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ ভুয়া প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক এবং অন্যান্য নথিপত্র জব্দ করা হয়। জানা গেছে, প্রতারকচক্র এই কক্ষটিকে তাদের অফিস হিসেবে ব্যবহার করছিল। অভিযানের সময় ওই হোটেলগুলো থেকে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়, যারা চাকরির আশায় চক্রটির ফাঁদে পড়েছিলেন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, প্রতারকরা ১০ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প সংগ্রহ করে। এমনকি চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহেরও প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নাবিক নিয়োগ একটি সম্পূর্ণ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া, যেখানে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। ভর্তি কার্যক্রম চলাকালে কিছু অসাধু চক্র চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে থাকে, তবে নৌবাহিনীর তীক্ষ্ণ নজরদারি, আধুনিক প্রযুক্তি এবং সুব্যবস্থাপনার ফলে এসব অপচেষ্টা অধিকাংশ ক্ষেত্রেই রোধ করা সম্ভব হচ্ছে।
নৌবাহিনী সকল চাকরি প্রার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রলোভনে না পড়ে এবং প্রতারকচক্র সম্পর্কে সতর্ক থাকেন। এই ধরনের প্রতারণা রোধে জনসচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।