রাজশাহীতে বাস চাপায় শিশু নিহত
মোমিন ওয়াহিদ হিরো, রাজশাহী: রাজশাহীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মারিয়া আক্তার যুঁথি।
সে মহানগরীর ২৬ নং ওয়ার্ডের মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার সন্তান।
আজ মঙ্গলবার দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিক্সা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা যায়নি। তবে সেটি কোন পরিবহনের সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হওয়ার পর ঘাতক বাস ও গাড়িচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।