গাবতলীতে জমিজমা নিয়ে বিরোধে একজন নিহত
বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ওসমান গণি মুকুল (৫০)। তিনি উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়ের বাড়ি গ্রামের আব্দুল বাসেদ এর পুত্র।
জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গড়ের বাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন ওসমান গনি মুকুল। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া সংঘর্ষে নিহত মুকুলের পিতা আব্দুল বাসেদ (৮০), মাতা আবেদা বেগম (৭২) ও আপন ভাই মো. মমিনুল ইসলাম (৪৫) আহত হন। আহতরা বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।