বগুড়ায় বিদেশি পিস্তলসহ দস্যু সুমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দস্যুতা সংগঠনের সময় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সিরাজগঞ্জ জেলার সুমন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে আশেকপুর ইউনিয়নের সাদিক পার্ক সংলগ্ন নাটোর–বগুড়া হাইওয়ের উপর এ ঘটনা ঘটে। জানা যায়, রংপুর থেকে ফরিদপুরগামী পাটবোঝাই একটি ট্রাকের (রেজি: ঢাকা মেট্রো ট-২০-০১২০) চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে গেলে চালক মিলন (৪৫) ও তার সহকারী ফরহাদ (৫০) ট্রাকটি মেরামত করছিলেন। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে তিনজন দস্যু এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের কেবিন থেকে ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ জানায়, দস্যুরা হলো—সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের ফরিদ হোসেনের ছেলে সুমন (৩৫), বাওয়তারা গ্রামের ফরিদের ছেলে জাকির (৩৫) ও চকবগদুল গ্রামের মোজাহার আলীর ছেলে আশরাফ আলী (৪০)। পুলিশের স্পেশাল–১২ ডিউটি পার্টি ঘটনাস্থলে পৌঁছালে জাকির ও আশরাফ পালিয়ে যায়।
তবে ভিকটিমদের সহযোগিতায় পুলিশ সুমনকে আটক করার চেষ্টা করলে সে কনস্টেবল শাহরিয়ার হোসেনের পেটে পিস্তল ঠেকিয়ে দেয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় কনস্টেবল শাহরিয়ার আসামীর হাত থেকে বিদেশি পিস্তলটি কেড়ে নেন এবং অন্য পুলিশ সদস্যদের সহায়তায় সুমনকে আটক করা হয়।
খবর পেয়ে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আসামিকে থানায় নিয়ে যান। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আটককৃত সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।