শাজাহানপুরে এসএ ট্রেডার্স থেকে ৩শ’ বস্তা ভেজাল সার জব্দ

ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ৩শ’ বস্তা ভেজাল টিএসপি সার গুদামজাত ও বিক্রয়ের অপরাধে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন শাজাহানপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এসএ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জানা যায়, সুনির্দ্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল বাসস্ট্যান্ডে অবস্থিত এসএ ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ লক্ষ টাকা মূল্যের ৩০০ বস্তা অবৈধ ও ভেজাল টিএসপি সার গুদামজাত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও এখান থেকে বেশ কিছু ভেজাল সার ইতোপূর্বে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযানের সময় এসএ ট্রেডার্স এর মালিক মেহের আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নিকট তার অপরাধ স্বীকার করেন। মেহের আলম জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকার বাসিন্দা। পরে অবৈধ ও ভেজাল সার গুদামজাত ও বিপণনের অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দ করা ৩শ’ বস্তা ভেজাল সার বিনষ্ট করতে শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।
এ সময় শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা, বিএসটিআই বগুড়া কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী ও শাজাহানপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।