বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের হাজীগাড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আরিফ সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকার বাসিন্দা আরিফ সরকার (৩০) পিতা মো. আবুল সরকার। তিনি পালশা হাজীগাড়ি গ্রামে আনোয়ার হোসেনের থেকে ৬ মাস আগে ২ শতক জমি ক্রয় করেন এবং সেখানে বাড়ি নির্মাণ করেন। নির্মাণের এক পর্যায়ে সোমবার দুপুরে ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পুরো বাড়ি ভাঙচুর করে।
আরিফ সরকার জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি ইতোমধ্যে স্থানীয় পুলিশ ফাঁড়ি এবং থানায় জানানো হয়েছিল। কর্তৃপক্ষ জমির বৈধতা নিশ্চিত করার পর তাকে বাড়ি নির্মাণের অনুমতি দেয়। হামলার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মামলায় অভিযুক্তরা হলেন রাজু মন্ডল (৪০), পিতা মোঃ মোখলেছার রহমান, মোঃ মোখলেছার মন্ডল (৫৮), পিতা মৃত হুরমত আলী, মোঃ সিরাজ মন্ডল (৫৬), পিতা মৃত হুরমত আলী মন্ডল, সকলের সাং পালশা হাজিগাড়ি, মোঃ বুলবুল (৩৫), পিতা মোঃ আব্দুল মজিদ (বুলু), মোঃ আব্দুল মজিদ বুলু, পিতা মৃত মোবারক আলী, সকলের সাং বিদুৎ নগড়, মোঃ সাজু মন্ডল (৩৮), পিতা মোঃ মোখলেছার মন্ডল, মোঃ রকি (২৫), পিতা মোঃ আবু সালেক, সকলের পালশা হাজিগাড়ি, মোঃ মিলন (৩৬), পিতা মৃত আব্দুল হাই, সাং বাদুরতলা, বগুড়া সদর, বগুড়া।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।