সলংগায় ট্রাক থেকে ইট নামিয়ে নেয়ার প্রতিবাদে মালিক সমিতির বিক্ষোভ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিতের পুত্র প্রভাবশালী নাসির সোমবার সকাল ৭টার দিকে তার নিজ বাড়ির সামনে ৩টি ইটভর্তি ট্রাক থামিয়ে জোর পূর্বক ইট নামিয়ে নেয়।
এ ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বিকাল ৩ টায় ভুইয়াগাতী বাসস্ট্যান্ডে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খান, সাধারন সম্পাদক ওমর ফারুক খান জুবায়েল, উপদেষ্টা মন্ডলীর সদস্য শহীদ, যুবদলের সাবেক নেতা হান্নান চৌধুরী সহ প্রমুখ।
বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্যে লুন্ঠন কৃত ইট ফেরত না দেয়া হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। এবিষয়ে নাসির উদ্দিনের বলেন পাওনা টাকা না দেয়ায় আমি ট্রাক থেকে ইট নামিয়ে নিয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে সলংগা থানার অফিসার ইনচার্জ বলেন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে