রাজশাহীতে বিআরটিএ’র সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত
মোমিন ওয়াহিদ হিরো, রাজশাহী: রাজশাহীতে বিআরটিএ’র স্টেক হোল্ডারদের উপস্থিতিতে সেবা সংক্রান্ত একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিআরটিএ রাজশাহী সার্কেলের অফিস প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ রাজশাহী বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল হাসান এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা এমাজউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার বেলায়েত হোসেন এবং বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ। এছাড়াও অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গণশুনানিতে রাজশাহী জেলা ও বিভাগের বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন মোটরযানের মালিক, শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মোটরযান সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সমাধান ও উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
গণশুনানিতে উত্থাপিত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।