বগুড়ায় এখনো জমা পড়েনি ১০৫টি আগ্নেয়াস্ত্র

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এখনো জমা পড়েনি বৈধভাবে নেয়া ১০৫টি আগ্নেয়াস্ত্র। ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো জমা দেয়ার নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েছে ২৫৯ টি আগ্নেয়াস্ত্র। অস্ত্র জমাদানে ব্যর্থ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শিঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স (কর্মরত সামরিক-অসামরিক কর্মকর্তা ব্যতীত) স্থগিত করে গণবিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ গত ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহীতার নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। এতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা দায়ের হবে।
বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি ২০০৯ থেকে এ বছরের ৫ আগস্ট পর্যন্ত ৩৬৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে। এর মধ্যে জমা পড়েছে মোট ২৫৬ টি আগ্নেয়াস্ত্র। বাকি ১০৫টি আগ্নেয়াস্ত্র জমা এখনো জমা দেননি। জানা গেছে, সদর উপজলায় ৫১টি, শাজাহানপুরে ১টি, সারিয়াকান্দিতে ৭টি, কাহালুতে ১০টি, শিবগঞ্জের ১২টি, নন্দীগ্রামে একটি, দুপচাচিয়ায় ২টি, আদমদীঘিতে ৬টি, সোনাতলায় ৭টি ও ধুনট উপজেলায় ৮টি আগ্নেয়াস্ত্র এখনো জমা দেননি।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ জানান, যারা অস্ত্র জমাদানে ব্যর্থ হয়েছেন তাদের কাছে ফোন করে জমা না দেয়ার কারন জানতে চাওয়া হচ্ছে। খুব শিগগিরই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।