শেরপুরে মসজিদে ঢুকে সাবেক মুয়াজ্জিনকে মারধর, থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদে ঢুকে সাবেক মুয়াজ্জিনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ঈদের দিন (৭ জুন) শনিবার শেরপুর থানার আঁশগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মহির উদ্দিন (৬৫) ঐ মসজিদে আছরের নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা সেখানেই তার উপর হামলা চালায়।
এ ঘটনায় একই গ্রামের ২জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত মহির উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম। আহত মহির উদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, জেলার শেরপুর থানার আঁশগ্রাম দক্ষিণপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে কোরবানির মাংস নিয়ে বাড়ি ফেরার পথে সাবেক মুয়াজ্জিন মহির উদ্দিন মাংসের ঝুড়ির দিকে তাকিয়ে মাংস দেখার চেষ্টা করেন। এ সময় অজ্ঞতাবশতঃ তার হাতের ধাক্কায় ঝুড়ি থেকে কয়েক টুকরো মাংস মাটিতে পড়ে যায়। ঘটনাটি জানতে পেরে শহিদুল ক্ষিপ্ত হয়ে তার পরিবারের লোকজনস আসরের ওয়াক্তে মসজিদে গিয়ে মহির উদ্দিনের উপর হামলা চালায়।
আহত মহির উদ্দিনের পুত্র তরিকুল ইসলাম জানান, “একটি তুচ্ছ ঘটনায় ঈদের দিন মসজিদে ঢুকে আমার বাবার মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। আসামীরা এর আগেও একটি সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে আমাদের উপর চড়াও হয়।” তিনি বলেন, “মসজিদে মুসুল্লিরা না থাকলে তারা হয়তো আমার বাবাকে মেরেই ফেলতো।”
মামলায় অভিযুক্তরা হলেন একই গ্রামের দুলাল মিয়ার পুত্র মো. শহিদুল ইসলাম (৪৫) ও শামছুল হকের পুত্র মো. ওবায়দুল হক (৩০)। এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ” এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।