বগুড়ায় বার্মিজ চাকুসহ ২ যুবক গ্রেফতার

ওয়াহেদ ফকির, বগুড়া:
বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে উপশহর ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রণপাহারার দায়িত্বে থাকাবস্থায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় তাদের গ্রেফতার করে।
অভিযান চলাকালে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় আল-আরাফা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে শহরের নিশিন্দারা মন্ডলপাড়ার মো. মামুনুর রশিদ মামুনের পুত্র মো. শাফিউল শিওন (২৭) কে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই রাতে চকরপাড়া মনি মসজিদের পশ্চিম পাশের জনৈক আবুল হোসেনের বাড়ির সামনে থেকে নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার মো. আব্দুল মজিদের পুত্র মো. আল আমিন (২১) কেও বার্মিজ চাকুসহ আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামিকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।