শিবগঞ্জে আলোচিত আনারুল হত্যা মামলায় একমাত্র আসামীর যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে ২০০২ সালে সংঘটিত আলোচিত আনারুল ইসলাম হত্যা মামলায় একমাত্র অভিযুক্ত আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একলক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। রায়ে জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে এবং বাকি ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার কৃষ্ণপুর গ্রামের আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের নজরুল ইসলামের বাড়ির উঠানে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামি আজিজার রহমান তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আনারুল গুরুতর আহত হয়ে পড়ে যান। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে গিয়ে আজিজারকে রক্তমাখা ছোরাসহ হাতে-নাতে আটক করেন।
ঘটনার পর নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে। তবে দীর্ঘদিন ধরে মামলার সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। অবশেষে প্রায় ২৩ বছর পর মঙ্গলবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা হলো। রায়ে নিহতের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তারা বিচার প্রক্রিয়া দ্রুততর করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন দীর্ঘ অপেক্ষায় থাকতে না হয়।