বগুড়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. বন্যা বেগম (৩১) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল বগুড়া শহরের নামাজগড় মক্কা মসজিদের সামনে একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বন্যা বেগমকে গ্রেফতার করা হয়। তিনি মালগ্রাম এলাকার মৃত মো. সাজু কসাইয়ের কন্যা এবং মিরাজ মিয়ার স্ত্রী।
র্যাব আরও জানায়, গ্রেফতার এড়াতে বন্যা বেগম দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে কৌশলে অবস্থান করছিলেন। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।