বগুড়ায় বালু ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ী খুন, পাঁচজন আটক

বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরে শাকিল খন্দকার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাগিনা গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে শহরের তেলিপুকুর এলাকায় ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শাকিলকে তেলিপুকুর এলাকায় ডেকে নেয় অভিযুক্তরা। সেখানে পৌঁছালে প্রথমে তার ভাগিনা তৌফিককে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন নিলয় ও রাতুলসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত শাকিল শহরের ছিলিমপুর মিয়াপাড়া এলাকার বাসিন্দা বাকিবুল্লাহ খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে শাকিলের সঙ্গে স্থানীয় শামিম ও পলাশের বিরোধ চলছিল। শুক্রবার রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে আত্মীয় সুজনের মাধ্যমে তাকে ডেকে আনে প্রতিপক্ষ। সেখানে ৩০-৪০ জন সহযোগী নিয়ে শামিম ও পলাশ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ।
শাকিলের চাচাতো ভাই মিরাজ খন্দকার বলেন, “পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।”