প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক সম্মানী চালুর উদ্যোগ চূড়ান্ত

বাংলার ২৪ ঘণ্টা রিপোর্ট:
বাংলাদেশে অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের জন্য সরকারিভাবে মাসিক সম্মানী চালুর উদ্যোগ চূড়ান্ত হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী এবং অন্তত ২৫ বছরের সাংবাদিকতা-অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। প্রতিমাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নীতিমালাটি এখন উপদেষ্টা পর্যায়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করে গেজেটে প্রকাশ করা হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থেকেও আর্থিকভাবে অসচ্ছল প্রবীণদের পাশে দাঁড়ানো। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রস্তাবিত খসড়ায় সম্মানীর পরিমাণ ১৫ হাজার টাকা উল্লেখ থাকলেও, মন্ত্রণালয় তা কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে এবং শেষ পর্যন্ত সেটিই বহাল থাকে।
প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের সাংবাদিকদের এই ভাতার আওতায় আনা হবে। পরবর্তীতে এর পরিধি ও সম্মানীর পরিমাণ ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, আবেদনকারীর অবশ্যই ২৫ বছরের সাংবাদিকতা-অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে ৬৫ বছরের বেশি।
এই পদক্ষেপ প্রবীণ সাংবাদিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন সংবাদপত্র, টেলিভিশন বা অনলাইন মাধ্যমে কাজ করে যাঁরা এখন আর্থিক সংকটে রয়েছেন, তাঁদের জন্য এটি হতে পারে একটি স্থায়ী সহায়তা।
এই নীতিমালার বাস্তবায়ন হলে, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করা প্রবীণদের জন্য একটি সম্মানজনক ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত হবে বলে আশা করা যায়।