শেরপুরের ভবানীপুরে চুরি হয়ে যাচ্ছে সড়কের সরকারি গাছ

কে এম রাশেদ, শেরপুর (বগুড়া) থেকে: শেরপুরের ভবানীপুরে সরকারি রাস্তার গাছ চুরির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার গভীর রাতে ১০/১২ জন মুখোশধারী ব্যক্তি ভবানীপুর-আফরাতগাড়ী সড়কের দুইপাশে সরকারিভাবে লাগানো বেশকিছু ইউক্যালিপ্টাস গাছ করাত দিয়ে কেটে নেয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করলে তারা মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায়।
জানা যায়, এর আগেও ঐ সড়কের বেশকিছু গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে নিয়ে যায়। ভবানীপুর হাই স্কুল থেকে আফরাত গাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে সরকারিভাবে লাগানো বড় সাইজের শতাধিক ইউক্যালিপ্টাস গাছ রয়েছে। উপজেলা বন বিভাগ কর্তৃক প্রায় দুই যুগ আগে সড়কটি দুই পাশে কয়েকশ’ ইউক্যালিপ্টাস গাছের চারা লাগানো হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। স্থানীয় লোকজন সুষ্ঠু তদন্ত করে গাছ চুরির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।