ব্রাহ্মণবাড়িয়ায় আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, নির্বাচন কমিশনের ঘোষিত গেজেটে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তকে তারা ‘বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্র’ বলে দাবি করেন।
তাদের অভিযোগ, আসন পরিবর্তনের ফলে প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নের মানুষ। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম থেকেও তারা বঞ্চিত হবেন। তাই দ্রুত ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্ভুক্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা।