লাল কার্ড ও পেনাল্টিতে ইকুয়েডরের কাছে আর্জেন্টিনার হার

২০০৯ সালের পর এই প্রথম কোনো ম্যাচে লাল কার্ড ও পেনাল্টি হজম করল আর্জেন্টিনা। এই হারের ফলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাবে তারা, স্পেন ও ফ্রান্সের পেছনে নেমে যাবে তিনে।
খেলা ডেস্ক:
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়াই গুয়াইয়াকিলে মাঠে নামে স্কালোনির দল।
৩১ মিনিটে অধিনায়ক নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখেন। প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া। পরে ৫০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ময়জেস কাইসেদো, ফলে দুই দলই সমান ১০ জনে নামে।
গোটা ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা ইকুয়েডরের পোস্টে কোনো শট রাখতে পারেননি। পুরো ম্যাচে আর্জেন্টিনার ৮ শটের বিপরীতে ইকুয়েডর নেয় ১১ শট, এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যে।
তবে বাছাইপর্ব শেষ হওয়ার আগেই বিশ্বকাপ নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে বাছাই শেষ করেছে। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর।
২০০৯ সালের পর এই প্রথম কোনো ম্যাচে লাল কার্ড ও পেনাল্টি হজম করল আর্জেন্টিনা। এই হারের ফলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাবে তারা, স্পেন ও ফ্রান্সের পেছনে নেমে যাবে তিনে।
২০১৫ সালের পর প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল ইকুয়েডর। ব্রাজিলের পর দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনাকেও হারাল তারা।