বিশ্বের প্রথম ‘এআই-মন্ত্রী’ ডিয়েলা

এআই দিয়ে ভার্চুয়ালি তৈরি ডিয়েলা মন্ত্রিসভার প্রথম সদস্য। ডিয়েলা আলবেনিয়াকে এমন একটি দেশে পরিণত করতে সাহায্য করবে যেখানে সরকারি ব্যয় ১০০ ভাগ দুর্নীতিমুক্ত হবে।
অনলাইন ডেস্ক:
আলবেনিয়ায় নাগরিকদের অনলাইনে সরকারি সেবা দিতে সহায়তা করা একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারি ক্রয় বা টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি কমাতে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই মন্ত্রীর নাম ডিয়েলা। আলবেনিয়ার ভাষায় যার অর্থ সূর্য। চলতি বছরের জানুয়ারি থেকে এটি আলবেনিয়ার রাষ্ট্রীয় পোর্টাল ‘ই-আলবেনিয়া’র মাধ্যমে দেশটির ব্যবহারকারীদের সহায়তা করে আসছে।
প্রায় ৯৫ শতাংশ নাগরিক পরিষেবা ডিজিটালভাবে অ্যাক্সেস করার জন্য তাদের প্রয়োজনীয় আমলাতান্ত্রিক কাজগুলোতে ভয়েস কমান্ডের মাধ্যমে সহায়তা করছে ডিয়েলা।
গত বৃহস্পতিবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বলেন, ‘এআই দিয়ে ভার্চুয়ালি তৈরি ডিয়েলা মন্ত্রিসভার প্রথম সদস্য। ডিয়েলা আলবেনিয়াকে এমন একটি দেশে পরিণত করতে সাহায্য করবে যেখানে সরকারি ব্যয় ১০০ ভাগ দুর্নীতিমুক্ত হবে।’
তিরানায় ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের সম্মেলনে টানা চতুর্থবার সরকার গঠনের ঘোষণা দিয়ে এদি রামা বলেন, ই-আলবেনিয়া পোর্টালে আলবেনিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ডিয়েলা সরকারি ক্রয় প্রক্রিয়ার দায়িত্ব নেবে।
তিনি বলেন, ‘সরকারি টেন্ডারের বিজয়ীদের নির্ধারণের দায়িত্ব মন্ত্রণালয় থেকে ‘ধাপে ধাপে’ সরিয়ে নেয়া হবে এবং তা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হবে। এতে টেন্ডার প্রক্রিয়ায় সরকারি ব্যয়ের সবকিছু ১০০ ভাগ স্বচ্ছ থাকবে।‘
আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানান, সরকার যেসব টেন্ডারের মাধ্যমে বেসরকারি কোম্পানির সাথে চুক্তি করবে, ডিয়েলা সেসব টেন্ডার পর্যালোচনা ও মূল্যায়ন করবে।
তিনি আরো বলেন, তিনি এআইকে একটি সম্ভাব্য কার্যকর দুর্নীতিবিরোধী হাতিয়ার হিসেবে দেখেন যা ঘুষ, হুমকি ও স্বার্থের দ্বন্দ্ব দূর করবে।
সূত্র : দ্য গার্ডিয়ান