জামায়াতে ইসলামীর ৫ দফা গণদাবি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে
বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এ দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নির্বাহী পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাঁচ দফা গণদাবি তুলে ধরেন।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের দাবির বিকল্প নেই। তাই গণআন্দোলনের মাধ্যমেই এ দাবিগুলো আদায় করতে হবে।”
ঘোষিত পাঁচ দফা হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।
৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
জামায়াত নেতারা আরও বলেন, এ দাবিগুলো পূরণ না হলে গণআন্দোলনের মাধ্যমে জনগণই এর জবাব দেবে।