বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখা ।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোম্বর) বিকালে নাসিরনগর প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও পিআর (Proportional Representation) পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নাসির নগর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ ছায়েদ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী ও জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষাবিদ মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রাক্তন শিক্ষক মোহাম্মদ এনাম খাঁ,ব্যাংকার আবুল খায়ের,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম,মোহাম্মদ রমজান আলী, গোর্কণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুবীর আহমদ,আবদুল আওয়াল পরশ,পল্লী চিকিৎসক বশীর আহমেদ প্রমুখ।
বক্তাগণ বর্তমান নির্বাচন পদ্ধতির সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। এতে কেন্দ্র দখল, সন্ত্রাস ও ভোট জালিয়াতির সুযোগ কমবে এবং সব দলের জন্য সমান সুযোগ তৈরি হবে। এসময় ৫ দফা দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।