বগুড়ায় বিয়ের প্রলোভনে ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. জহুরুল ইসলামের (৪১) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী ভুক্তভোগীর মা গাবতলী মডেল থানায় এ ঘটনায় এজাহার দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ৩০ আগস্ট বিকেলে ভুক্তভোগী নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়।
পরবর্তীতে ৩১ আগস্ট পুলিশ সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী জানায়, মাদ্রাসার পরিচালক শাজাহানপুর থানার বেড়াগাড়ি গ্রামের গোলাম মোস্তফার পুত্র জহুরুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সিএনজি যোগে অপহরণ করে সাবগ্রামের একটি বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় গাবতলী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।