প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জিবুতির প্রধানমন্ত্রী আব্দুলকাদের কামিল মোহাম্মদ সোমবার ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) এক ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জিবুতিতে বাংলাদেশের সফল মাইক্রোফাইনান্স মডেলের প্রয়োগ এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মোহাম্মদ অধ্যাপক ইউনূসের ভূয়সী প্রশংসা করে তাঁকে জিবুতিতে ‘বিখ্যাত নাম’ হিসেবে আখ্যা দেন এবং তাঁকে পূর্ব আফ্রিকার এই দেশটিতে সফরের আমন্ত্রণ জানান। জিবুতিয়ান নেতা মাইক্রোফাইনান্স সম্পর্কে অধ্যাপক ইউনূসের পরামর্শ চেয়েছেন এবং অধিকাংশ মুসলিম দেশে এই কৌশল গ্রহণে তাঁর তীব্র আগ্রহ প্রকাশ করেছেন।
এর উত্তরে অধ্যাপক ইউনূস এই আগ্রহকে স্বাগত জানান এবং জিবুতিকে তাঁদের মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য একটি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর সুপারিশ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের মাইক্রোফাইনান্স অপারেটররা সারা বছর প্রশিক্ষণ প্রদান করে, যা পরিদর্শক কর্মকর্তাদের জন্য উপকারী হতে পারে।
অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেন। তিনি জিবুতিকে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য ও ফার্মাসিউটিক্যালস আমদানির সুপারিশ করেন। বৈঠকে উপস্থিত জিবুতির মাইক্রোফাইনান্স মন্ত্রী মাইক্রোফাইনান্স সিস্টেম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে অধ্যাপক ইউনূসের কাছে পরামর্শ চান। বাংলাদেশের পক্ষ থেকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও লাইভস্টক উপদেষ্টা ফরিদা আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।