বিশ্ব র্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তর্জাতিক র্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার অ্যাডুকেশন-এর সর্বশেষ র্যাংকিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার, ৯ অক্টোবর, টাইমস হায়ার অ্যাডুকেশন-এর অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়।
বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবির বর্তমান অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে। গত বছর এই অবস্থান ছিল ১০০১–১২০০-এর মধ্যে। এই অগ্রগতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে।
ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাংকিংয়ে উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলোতে অগ্রগতি। পরিসংখ্যান অনুযায়ী, গবেষণার পরিবেশ সূচকে ঢাবির স্কোর ১০.৩ থেকে বেড়ে হয়েছে ১৩.৩, গবেষণার মান সূচকে ৬৭.২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৫, শিল্প সহযোগিতায় ২১.৪ থেকে বেড়ে হয়েছে ৩৩.২। শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সাফল্যের জন্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই অর্জন আমাদের ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল। এটি প্রমাণ করে, আমরা আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার পথে এগিয়ে যাচ্ছি।”