রোহিঙ্গা ও স্কুল ফিডিং নিয়ে ডব্লিউএফপি ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার ইতালির রোমের একটি হোটেলে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে ডব্লিউএফপি প্রধান বাংলাদেশে আশ্রয় নেওয়া ১.৩ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট রোম-ভিত্তিক জাতিসংঘের এই সংস্থাটির শীর্ষ এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম।
বৈঠকের আলোচনায় মূলত চলমান রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানে সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলির ওপর মনোযোগ দেওয়া হয়। জনাব স্কাউ গত ১৫ মাস ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের এবং রোহিঙ্গা মানবিক সংকটের দিকে আন্তর্জাতিক মনোযোগ ফিরিয়ে আনতে তাঁর নিরন্তর প্রচেষ্টার জন্য প্রশংসা করেন।
দুই নেতা বাংলাদেশের ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে জরুরি ভিত্তিতে তহবিল বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। স্কাউ অধ্যাপক ইউনূসের অনুরোধে অনুষ্ঠিত জাতিসংঘের ৩০ সেপ্টেম্বরের উচ্চ-পর্যায়ের বৈঠকের প্রশংসা করে বলেন, এটি সফলভাবে “সংকটে আন্তর্জাতিক মনোযোগ ফিরিয়ে এনেছে।” তিনি আরও যোগ করেন যে, এই বিষয়টি আন্তর্জাতিক আলোচ্যসূচিতে উচ্চ অবস্থানে রাখতে হবে।
আলোচনায় ধনী দেশ এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান সহ নতুন উৎস থেকে তহবিল সংগ্রহের সম্ভাবনা নিয়েও কথা হয়। স্কাউ নিশ্চিত করেছেন, নিউ ইয়র্কে জাতিসংঘের উচ্চ-পর্যায়ের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নতুন মানবিক সহায়তা প্রতিশ্রুতি ঘোষণার পর, ডব্লিউএফপি প্রতিটি রোহিঙ্গা শরণার্থীকে মাসিক ১২ ডলার খাদ্য বৃত্তি প্রদান অব্যাহত রাখবে।
অধ্যাপক ইউনূস বিশ্বব্যাপী ক্ষুধা ও দুর্ভিক্ষ মোকাবিলায় ডব্লিউএফপি’র নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে নতুন স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করার জন্য জাতিসংঘের এই সংস্থাটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কিছু এশিয়ান দেশ স্কুল খাওয়ানোর মাধ্যমে দারুণ অগ্রগতি অর্জন করেছে এবং বাংলাদেশ গুণগত মান নিশ্চিত করে ধীরে ধীরে এই প্রচেষ্টাকে সম্প্রসারিত করতে চায়। এই সময়ে স্কাউ গাজায় শত শত খাদ্য ট্রাক সরবরাহের জন্য ডব্লিউএফপি’র চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেন। এই বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও লাইভস্টক উপদেষ্টা ফরিদা আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।