শ্যামনগরে সরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম, দুদকের অভিযানে ৭ দালাল আটক

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম মঙ্গলবার (১৪ অক্টোবর) সরেজমিনে এই অভিযান চালায়।
অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ-সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সেবাপ্রার্থীদের কাছ থেকে সরাসরি বক্তব্য গ্রহণ করে। ছদ্মবেশে অবস্থানকালে তারা দালালচক্রের সক্রিয় দৌরাত্ম্য প্রত্যক্ষ করে। এ সময় সাতজন দালালকে হাতেনাতে আটক করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দুদক টিম পার্শ্ববর্তী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করে। দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠান লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছে এবং দালালদের মাধ্যমে রোগী সংগ্রহসহ নানা অনিয়মে জড়িত। অভিযানের সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক কার্যক্রম বন্ধ করে পালিয়ে যান।
সরেজমিন পর্যবেক্ষণ, সেবাগ্রহীতাদের মৌখিক বক্তব্য এবং রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।