যশোরে সরকারি গুদামে চাল জালিয়াতি, দুদকের অভিযান

যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদ এবং চালের পরিমাণ কম দেখিয়ে অবশিষ্ট চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। সমন্বিত জেলা কার্যালয়, যশোরের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম খাদ্য গুদাম কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মিলার ও কৃষকদের কাছ থেকে চাল ও ধান সংগ্রহ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে। পাশাপাশি গুদামের বিভিন্ন খামালে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে চালের প্রকৃত মজুদ যাচাই করা হয়।
পরিদর্শনের সময় একটি গোডাউনে নমুনাস্বরূপ ১০টি বস্তা পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর চাল নিম্নমানের। এছাড়া ২০২৫ সালের বোরো মৌসুমে যেসব কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে, তাদের কোনো তালিকা গুদাম কর্মকর্তা এনফোর্সমেন্ট টিমকে দেখাতে পারেননি।
দুদক জানায়, অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এই অভিযানে সরকারি খাদ্য গুদামে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। দুদক জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।