এইচএসসি ও সমমানের ফল প্রকাশ,পাসের হার ৫৮.৮৩%

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারা দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। এর বিপরীতে ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবার দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর অর্থাৎ ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, যা এবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ৮১৪ জন কমেছে। এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। প্রকাশিত এই ফলাফল পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানতে পারছেন।